নিরাপত্তারক্ষীরা জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে বাঁচাতে পারতেন।
হত্যার ঘটনার ভিডিও চিত্র পর্যবেক্ষণ করে এই মত দিয়েছেন আটজন নিরাপত্তা বিশেষজ্ঞ।
নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, আবেকে লক্ষ্য করে চালানো প্রথম গুলি লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়। দ্বিতীয় দফায় গুলি এসে তাঁর পিঠে লাগে। মাঝখানে আড়াই সেকেন্ড সময়ের ব্যবধান ছিল। এই সময়ে যদি নিরাপত্তারক্ষীরা আবেকে সেখান থেকে সরিয়ে নিত অথবা ঢাল হয়ে দাঁড়াত তাহলে হয়তো জাপানের সাবেক নেতার মৃত্যু হতো না।
বার্তা সংস্থা রয়টার্সের মঙ্গলবারের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী জাপান ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেছেন, দ্বিতীয় দফা গুলি থেকে আবেকে রক্ষা করতে ব্যর্থতার কারণে ৮ জুলাই জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রীর হত্যাকাণ্ড দেশটির ধারাবাহিক নিরাপত্তা ত্রুটির বহিঃপ্রকাশ বলে মনে হচ্ছে।