Home Lead 4 বিসিএস ইনফরমেশন এ্যাসোসিয়েশনের নির্বাচন সমাপ্ত !! সভাপতি জসীম মহাসচিব প্রণব

বিসিএস ইনফরমেশন এ্যাসোসিয়েশনের নির্বাচন সমাপ্ত !! সভাপতি জসীম মহাসচিব প্রণব

নিউজ ডেস্ক

by Nahid Himel

বিসিএস ইনফরমেশন এ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদে মোঃ জসীম উদ্দিন সভাপতি এবং প্রণব কুমার ভট্টাচার্য্য মহাসচিব নির্বাচিত হয়েছেন। শনিবার সার্কিট হাউস রোডের তথ্য ভবনে এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ২৭ সদস্যের নির্বাহী কমিটির শুধু সভাপতি পদে ভোট গ্রহণ করা হয়। অন্য পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি পদে মোঃ জসীম উদ্দিন ১০৭ ভোট এবং ফায়জুল হক ৬৪ ভোট পান। মোট ২১২ জন ভোটারের মধ্যে ১৭২ জন ভোট প্রদান করেন। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মোঃ কামরুজ্জামান ভোটের ফল ঘোষণা করেন। এ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদী নির্বাহী কমিটির অন্য কর্মকর্তারা হলেন-সহসভাপতি খালেদা বেগম, মোঃ আব্দুল জলিল ও মোহাম্মদ আলী সরকার, যুগ্মমহাসচিব শিপলু জামান, ওয়ারেছ হোসেন ও ফারহানা রহমান, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ শিবলী সাদিক, সাংগঠনিক ও আন্তঃসার্ভিস সচিব এ এইচ এম মাসুম বিল্লাহ, দফতর সচিব এ এম ইমদাদুল ইসলাম,  প্রচার ও প্রকাশনা সচিব ফাহিমা জাহান, কল্যাণ ও ক্রীড়া সচিব আশরোফা ইমদাদ, সাংস্কৃতিক সচিব মাহবুবুর রহমান, তথ্যপ্রযুক্তি সচিব মোহাম্মদ সায়েম হোসেন।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন- মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, তৈয়ব আলী, নাসরীন জাহান লিপি, দীপংকর বর, চৌধুরী সাহেলা পারভীন, মনিরুজ্জামান খান, জাকির হোসেন, রেজাউল রাব্বি মনির, রুবেল রানা এবং কে এম খালিদ বিন জামান। এ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক বিদায়ী কমিটির সভাপতি স. ম. গোলাম কিবরিয়া ও মহাসচিব মুন্সী জালাল উদ্দিন পদাধিকার বলে নির্বাহী কমিটির সদস্য। -বিজ্ঞপ্তি

এই বিভাগের আরো খবর

Leave a Comment