Home বিশ্বমঞ্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে

নিউজ ডেস্ক

by Nahid Himel

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে দুই দেশের সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। মঙ্গলবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এ কথা বলেন ভারতের জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলন বিষয়ক সমন্বয়ক ও সাবেক পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ওই অনুষ্ঠান আয়োজন করে। বক্তৃতার বিষয় ছিল ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি’।

হর্ষ বর্ধন শ্রিংলা আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তির (সেপা) বিষয়ে নির্দেশনা আসতে পারে। যৌথ সমীক্ষায় দেখা গেছে যে সেপা বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি প্রায় শতভাগ বাড়বে। এতে বাংলাদেশের জিডিপি বাড়বে এক দশমিক ৭২ শতাংশ। এই চুক্তি থেকে ভারতও উপকৃত হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফর করেন তখন উভয় পক্ষ সম্পর্ক পর্যালোচনা করার এবং একে কীভাবে আরও এগিয়ে নেয়া যায় তা নিয়ে আলোচনার সুযোগ পায়।

এই বিভাগের আরো খবর

Leave a Comment