অপু বিশ্বাস ভূল করে মা হয়েছেন-এটি তাঁর স্বীকারোক্তি।
বেকারত্ব সমস্যা নিয়ে বড়পর্দায় নিজের লেখা গল্প নিয়ে নতুন রূপে হাজির হচ্ছেন গীতিকার, সুরকার, সংগীতশিল্পী নচিকেতা। যার লেখা গল্প নিয়েই টলিউডে তৈরি হয়েছে ‘শর্টকাট’ নামের ছায়াছবি। এই ছবির মাধ্যমেই প্রথম টলিউডে পা রেখেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এই অভিনেত্রীর কাছে এই ছবির বিশেষ গুরুত্ব রয়েছে বলাইবাহুল্য। তাই ইতোমধ্যেই ছবির প্রচারে বাংলাদেশ থেকে অপু বিশ্বাস ছুটে গেছেন কলকাতায়। গিয়েই কলকাতার আনন্দবাজার পত্রিকার কাছে কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন এই চিত্রনায়িকা।
অপু বিশ্বাসের জীবনের এই যাত্রাপথে কোন ঘটনা না ঘটলে আপনি খুশি হতেন, আনন্দবাজার পত্রিকার সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে এই নায়িকা বলেছেন, অবশ্যই বলবো, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা- সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভাল হতো। তবুও বলবো ভুল করে হলেও মা হয়েছি এতেই আমি খুশি।