ক্রীড়া ডেস্ক 
Home মাঠে ময়দানে সাকিবই টি ২০ ক্রিকেটের উপযুক্ত অধিনায়ক ঃ শেন ওয়াটসন

সাকিবই টি ২০ ক্রিকেটের উপযুক্ত অধিনায়ক ঃ শেন ওয়াটসন

বাংলার ক্রিকেট ঘুরে দাঁড়ানোর আশাবাদ

by Nahid Himel
 ক্রীড়া ডেস্ক 
 ২৪ আগস্ট ২০২২
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button
সাকিব আল হাসান

 টি ২০র নেতৃত্বে ফেরা সাকিব আল হাসান

 

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনের বিশ্বাস, আগুনে পারফরম্যান্স দিয়ে আসন্ন এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপে দাপট দেখাবেন বাংলাদেশের অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত ৩৮৩ ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সি সাকিব। রান ১৩ হাজারের বেশি, উইকেট ৬৩১টি। বছরের পর বছর ধরে তিন সংস্করণে সাকিব যেভাবে পারফর্ম করছেন, তাতে মুগ্ধতার শেষ নেই ওয়াটসনের।

সাকিবকে আবার টি ২০ দলের নেতৃত্বে ফেরানোর সিদ্ধান্ত সঠিক কি না, আইসিসি রিভিউয়ে এমন এক প্রশ্নের জবাবে ওয়াটসন বলেন, ‘অবশ্যই! সাকিবের মানের একজন নেতা পাওয়া, আমি মনে করি এটি বাংলাদেশ দলকে নতুন করে উজ্জীবিত করবে। সে অনেক অভিজ্ঞ। অনেক ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে। অনেক ফ্র্যাঞ্চাইজি লিগেও অধিনায়কত্ব করেছে। চাপের মুখে তার সিদ্ধান্ত দলের জন্য অমূল্য হবে। তার নিজেকে প্রমাণেরও একটা বিষয় আছে। আর বিশ্বমানের কোনো ক্রিকেটারের যদি নিজেকে প্রমাণ করা এবং সফল হওয়ার দৃঢ়তা থাকে, তাহলে সে দাপুটে পারফরম্যান্স করে। সেই দৃষ্টিকোণ থেকে সাকিব টি ২০ বিশ্বকাপ ও এশিয়া কাপে রাজত্ব না করলে আমি অবাক হব।’

নিজে অলরাউন্ডার ছিলেন বলেই হয়তো সাকিবের কাজের সঠিক মূল্যায়ন করতে পেরেছেন ওয়াটসন, ‘অলরাউন্ডারের কাজটা খুবই চ্যালেঞ্জিং। বাইরে থেকে মনে হতে পারে একজন স্পিনিং অলরাউন্ডার, বাঁ-হাতি স্পিনারকে হয়তো খুব বেশি শারীরিক পরিশ্রম করতে হয় না। কিন্তু উপমহাদেশের কন্ডিশনে সে অনেক বোলিং করছে। আবার ব্যাটিং লাইন আপেও মূল ভ‚মিকা রাখতে হয় তাকে। সাকিবকে তিন ফরম্যাটে খেলতে দেখা বিশেষ কিছু। আগামীতে তার মতো সফল কাউকে তিন ফরম্যাটে খেলতে দেখা বিরল হবে। ৩৫ বছর বয়সে সব ফরম্যাটেই ত্রিশের বেশি ব্যাটিং গড় ও ত্রিশের নিচে বোলিং গড়ে ১৫ বছর ধরে বল করে যাওয়া বিশেষ কিছু।’

এই বিভাগের আরো খবর

Leave a Comment