Home রাজনীতি বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) ডাকা অর্ধদিবস হরতাল

বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) ডাকা অর্ধদিবস হরতাল

নিউজ ডেস্ক

by Nahid Himel

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, জ্বালানি ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশে বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) ডাকা অর্ধদিবস হরতালে সমর্থনে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।  

সকালে হরতাল সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে গেলে পুলিশ তাদের বাঁধা দেয়। এরপর তারা মিছিল নিয়ে কাটাবন হয়ে নীলক্ষেত মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

রপর আবারো মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে সকাল সাড়ে ১০টায় রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে পল্টনের দিকে চলে যায়।  

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার বলেন, আমরা সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ কাঁটাবন, নীলক্ষেত মোড়ে পিকেটিং করি। একপর্যায়ে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। এরপর আমরা আবার মিছিল নিয়ে কাটাবন হয়ে নীলক্ষেত মোড়ে চলে আসি। পুলিশের বাঁধা প্রদানের সময় আমাদের কিছু নেতাকর্মী হালকা আঘাতপ্রাপ্তও হন।  
এদিকে সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য টহল দিচ্ছে। তাছাড়া যান চলাচল স্বাভাবিক দেখা যায়

এই বিভাগের আরো খবর

Leave a Comment