নিউজ ডেস্ক ঃ রংপুর নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন সেখানকার বিক্ষুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা। তারা ২৬ মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে গতকাল বুধবার দুপুর ১২টা থেকে এই কর্মসূচি পালন করেন। এ সময় পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনার সেস্নাগান তোলা হয়।
আন্দোলনকরীরা বলেন, ২০২০ সাল থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত হাসপাতালের নার্স, টেকনোলজিস্ট, কর্মকর্তা ও কর্মচারী কেউই কোনো বেতন-ভাতা পাননি। বিভিন্ন সময়ে পরিচালকদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। বিভিন্ন অজুহাতে পরিচালক বকেয়া বেতন-ভাতা দিতে টালবাহানা করেন। এমনকি ঈদুল আজহার আগে গত ২৭ জুন বেতন দেওয়ার অঙ্গীকার করেও বিমুখ করেছেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্বাস আলী, তৈয়বুল ইসলাম, সিনিয়র নার্স আন্জুয়ারা বেগম, ওয়ার্ড মাস্টার ইনচার্জ হাবিবুর রহমান মিলন প্রমুখ।
কর্মকর্তা-কর্মচারীরা বলেন, বর্তমানে তাদের বকেয়া বেতন পাঁচ কোটি টাকার ওপরে। তারা দীর্ঘ ২৬ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। পরিচালকরাও এখন আর হাসপাতালে আসেন না। সেখানে কলেজ ও হাসপাতাল মিলে প্রায় পৌনে ৩০০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। দীর্ঘদিন বেতন না দিয়েও পরিচালকরা বিনা কারণে অনেককে ছাঁটাই করেছেন। অনেকেই আবার স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন। এমন পরিস্থিতির শিকার প্রায় দেড়শ’ জন। এখন কলেজে শিক্ষার্থী নেই। সবাই মাইগ্রেশন নিয়ে অন্যত্র চলে গেছেন। হাসপাতালের কার্যক্রমও বন্ধ রয়েছে। ফলে অনেকে মানবেতর জীবনযাপন করছেন।
নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেগম রোকেয়া লাভলী কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, দরকার হলে জমিজমা বিক্রি করে তাদের বেতন দেওয়া হবে।
এ প্রসঙ্গে হাসপাতালের পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতনের বিষয়টি তার জানা নেই। তবে তিনি নিজেও পাঁচ থেকে ছয় মাসের বেতন পান না বলে জানান।