Home তথ্যপ্রযুক্তি সিমকার্ড বিক্রিতে সরকারি নির্দেশনা কঠোরভাবে ানার নির্দেশ

সিমকার্ড বিক্রিতে সরকারি নির্দেশনা কঠোরভাবে ানার নির্দেশ

উদ্দেশ্য সাইবার ক্রাইম প্রতিরোধ

by Nahid Himel

নিউজ ডেস্কঃ মোবাইল ফোনের সিমকার্ড বিক্রিতে কঠোর   নির্দেশনা দেয়া হয়েছে। সিমকার্ড কেনার পর ডায়াল করতে বলা হয়েছে *১৬০০১# নম্বরে। এতে ক্রেতার নামে কোন মোবাইল ফোন কোম্পানির কতটি সিমকার্ড বিক্রি হয়েছে তা জানা যাবে। অন্যথায় বিপদে পড়তে হতে পারে। কারণ অন্যের কাগজপত্র দিয়ে একাধিক সিমকার্ড রেজিস্টেশন করে নিতে পারে সিমকার্ড বিক্রেতারা। একটি ক্রেতার কাছে বিক্রির পর বাকিগুলো বিক্রি করে দিতে পারে অপরাধীদের কাছে। যা ক্রেতা জানতেও পারবেন না। সংঘটিত অপরাধের তদন্তে বিনা অপরাধেও ফেঁসে যেতে পারেন ওই ক্রেতা। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সাইবার অপরাধ বিভাগের তদন্তে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

এই বিভাগের আরো খবর

Leave a Comment