Home ৬৪ জেলা হাসপাতাল নয় যেন ভূতড়ে বাড়ি

হাসপাতাল নয় যেন ভূতড়ে বাড়ি

নীলফামারী সৈয়দপুুর রেলওয়ে হাসপাতালের এমন করুণ চিত্র

by Nahid Himel

হাসপাতাল মানে রোগী ও স্বজনদের দীর্ঘ লাইন, জটলা, ভর্তির জন্য তদবির। তবে উত্তরবঙ্গের ‘গেটওয়ে’ খ্যাত নীলফামারীর সৈয়দপুরে একটি হাসপাতাল আছে যেখানে রোগীর কোনো জটলা নেই, দীর্ঘ লাইন নেই, হাসপাতালের সব শয্যাই ফাঁকা। দিনের বেলা সেখানে ঘুরে বেড়ায় পশু-পাখি, রাতের বেলায় থাকেন শুধু পাহারাদার। হঠাৎ দেখে মনে হতে পারে একটি ‘ভূতুড়ে বাড়ি’।

লাল ইটের গাঁথুনির রেলওয়ে হাসপাতালের চিত্র অনেকটা এমনই। ৮২ শয্যার এই হাসপাতালে প্রতিদিন রোগী থাকে মাত্র দু-একজন। অন্য হাসপাতালগুলো যখন ধারণ-ক্ষমতার চেয়েও বেশি রোগীর চাপ, তখন এই হাসপাতাল পুরোটাই প্রায় ফাঁকা।

হাসপাতালের অব-কাঠামো, অপারেশন থিয়েটার, এক্স-রে রুম, সার্জারি ওয়ার্ড, সাধারণ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, কেবিনসহ চিকিৎসার যাবতীয় সুযোগ-সুবিধা সবই আছে। শুধু নেই প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল। এক

এই বিভাগের আরো খবর

Leave a Comment