বাংলাদেশই উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জলবায়ু সমস্যায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ । কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও কলকাতা রিসার্চ গ্রুপের (সিআরজি) যৌথ উদ্যোগে ভারতের কলকাতায় আয়োজিত জলবায়ু বিষয়ক কর্মশালায় বক্তারা একথা বলেন । বৃহস্পতিবার ( ২৪ আগস্ট) কলকাতার রাজ কুটির সেমিনার হলে অনুষ্ঠিত এই কর্মশালায় বাংলাদেশ, ভারত, নেপাল ও অষ্ট্রেলিয়ার ৪০ জন প্রতিনিধি অংশ নেন। এবারের কর্মশালার বিষয় ছিল ‘ ক্লাইমেট মাইগ্রেশন, ডিজেস্টার, ডিসপ্লেসমেন্ট ও এন্ড দ্যা রোল অফ মিডিয়া’।
কর্মশালায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন- বাংলাদেশ এর সহ-সভাপতি ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, নির্বাহী সদস্য ওসমান গনি মনসুর, সাংবাদিক ফাতেমা আবেদীন নাজলা, ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার রুহুল আমিন, ডেইলি স্টারের স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ মোস্তফা ইউসুফ ও সাংবাদিক শাহিনুর আক্তার ঊর্মি। সমাপনী দিনে কর্মশালায় অংশ নেয়া প্রতিনিধিদের কলকাতা রিসার্চ গ্রুপের পক্ষ থেকে সনদ দেয়া হয়।
বিকলে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিল্লি ইউনিভার্সিটির শিক্ষক নাসরিন চৌধুরী। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ায় স্থানান্তর এবং স্থানচ্যুতির লেন্সের মাধ্যমে জলবায়ু বিষয়ক প্রতিবেদন করার উপর আলোচনা অংশ নেন নেপালের থার্ডপোল সম্পাদক রমেশ ভুষাল। সমাপনী বক্তব্য রাখেন কলকাতার রিসার্চ গ্রুপের ভারত ভূষণ। এ সময় তিনি ডিজেস্টার বিষয়ক সব ধরনের মাইগ্রেশনকে আরো বেশি গুরুত্ব দিয়ে কাজ করার পরামর্শ দেন। সেই সঙ্গে ক্লাইমেট ইস্যু নিয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপরও জোর দেন। কর্মশালায় অংশ নেয়া সবাইকে ধন্যবাদ জানান কলকাতা রিসার্চ গ্রুপের দেবশ্রী চক্রবর্তী।
দুপুরে মিডিয়া এপ্রোস টুওয়ার্ডস ক্লাইমেট রিফিউজিস, ডিজেস্টার এন্ড দি প্লেসমেন্ট ইন সাউথ এশিয়ান ইকনমি এন্ড সোসাইটির ওপর অনুষ্ঠিত হয়।
ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইমপেক্ট অন লেবার মাইগ্রেশন এর ওপর এক প্যানেল আলোচনায় মডারেটর ছিলেন নিউ দিল্লি ডাউন টু আর্থ এর রিচার্ড মহাপাত্র। এই বিষয়ে প্যানেল আলোচক ছিলেন বাংলাদেশের সাংবাদিক ফাতেমা আবেদীন নাজলা, আসামের আসাম ট্রিবিউন-এর সাংবাদিক ফারহানা আহমেদ এবং নেপালের রিপাবলিকা ইংলিশ ডেইলির মোনা সুনোয়ার।
সকালে কর্মশালার সমাপনী দিনে ক্লাইমেট চেঞ্জ, মাইগ্রেশন এন্ড দ্যা রোল অফ ক্লাইমেট ডাটার ওপর বিশেষ অনলাইন আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলকাতা রিসার্চ গ্রুপের রনবীর সমাদ্দার। অনলাইন আলোচনায় স্পিকার ছিলেন অষ্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটির শিক্ষক জেমস গুল্ডি। অনলাইনে উন্মুক্ত আলোচনায় অংশ নেন কলকাতায় আসা বিভিন্ন দেশের প্রতিনিধিরা।