শহরের চাঞ্চল্যকর ধর্মান্তরিত যুবক ওমর ফারুক হত্যা মামলায় শ্বশুর আবু বাক্কার সিদ্দিককে (৬০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় তাকে।
বুধবার দুপুরে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সায়েদুর রহমান খান জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
এ সময় আসামি আবু বাক্কার সিদ্দিক আদালতে উপস্থিত ছিলেন। তিনি জেলা শহরের পূর্ব তারাপাশা এলাকার অধিবাসী।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, রুকন চন্দ্র বণিক নামে এক যুবক ধর্মান্তরিত হয়ে ওমর ফারুক নাম ধারণ করেন। শহরের বত্রিশ জেলা স্মরণী এলাকার মধুচন্দ্র বণিকের ছেলে নওমুসলিম ওমর ফারুক ধর্মান্তরিত হয়ে আবু বাক্কারের সৎমেয়ে শারমিন আক্তারকে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকেই এ সম্পর্ক মেনে নিতে পারছিলেন না শ্বশুর আবু বাক্কার সিদ্দিক।
এমন বিরোধের জেরে ২০১৯ সালের ৩০ মে দুপুরে প্রকাশ্য দিবালোকে ওমর ফারুককে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন আবু বাক্কার সিদ্দিক। ঘটনার রাতেই বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় সৎবাবা আবু বাক্কার সিদ্দিকের বিরুদ্ধে ওমর ফারুকের স্ত্রী শারমিন আক্তার হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক অজিত কুমার সরকার তদন্ত শেষে ২০১৯ সালের ১২ জুলাই আদালতে আবু বাক্কারের নামে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-জেরা ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন।
কিশোরগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত ) অ্যাডভোকেট মো. আবু সাঈদ ইমাম মামলার রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।