Home জাতীয় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন নয় -আইনমন্ত্রী আনিসুল হক

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন নয় -আইনমন্ত্রী আনিসুল হক

নিউজ ডেস্ক

by Nahid Himel

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন নয়; মিশেল ব্যাশেলেটের এমন বক্তব্যে– মাধ্যমে জাতিসংঘ বাংলাদেশকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।’

রোববার সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটরিয়ামে বঙ্গবন্ধুর দর্শন-শীর্ষক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যেসব সংস্থা ও ব্যক্তিরা দেশে মানবাধিকার পরিস্থিতি ঠিক নেই বলে অভিযোগ করেন, তাদের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ প্রমাণ করে বর্তমান

\হসরকার গণতন্ত্র ও সমতায় বিশ্বাস করে।

সম্প্রতি জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও সেখানে বাংলাদেশের নাম নেই বলে এ সময় উলেস্নখ করেন আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, তিনি (ব্যাশেলেট) বাংলাদেশে এসে মানবাধিকার অরগানাইজেশন ও অন্য যেসব অরগানাইজেশন আছে তাদের সঙ্গে আলাপ করেছেন। আমাদের দেশীয় নাগরিক যারা বলেন, বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, তারা তার (ব্যাশেলেট) সঙ্গে দেখা করেছেন। তারা তাদের কথা বলেছেন।

আনিসুল হক বলেন, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে মন্তব্যটা (নেতিবাচক কোনো কিছু না আসা) অত্যন্ত ডিপরুটেড এবং ওয়েল আন্ডারস্টুড। দ্বিতীয় কথা হলো, তার সঙ্গে যে সবাই দেখা করেছেন, তাতে বোঝা যায়; বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার গণতন্ত্র ও ইকুয়িটির (সমতা) ওপর দিয়ে দেশ চালাচ্ছেন।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ সফর করে গেলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেট। সফর শেষে জেনেভায় আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিছু বলেননি।

এই বিভাগের আরো খবর

Leave a Comment