জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রোববার রাতে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত পত্রে এ বহিষ্কারাদেশ দেয়া হয়েছে।
লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়- জামালপুর জেলা ছাত্রলীগের দলীয় আদেশ না মানায় সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের ওই সভাপতি ও সম্পাদককে সাময়িক বহিষ্কারাদেশ দেয়া হয়। এছাড়া তাদের স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না- পত্রপ্রাপ্তি থেকে আগামী ৩ কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
ছাত্রলীগের সভাপতি আল-আমীন হোসাইন শিবলু বলেন, রোববার জেলা ছাত্রলীগের একটি কর্মসূচিতে যোগ না দেওয়ায় ওই আদেশ দিয়েছেন। সাংগঠনিক নিয়মানুযায়ী কারণ দর্শানো পত্রের লিখিত জবাব যথাসময় দিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি।