বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির কাউন্সিলের যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন, তা সম্"/>       
  
Home Lead 3 রওশন এরশাদের কাউন্সিল ঘোষণা

রওশন এরশাদের কাউন্সিল ঘোষণা

গঠনতন্ত্র পরিপন্থী: জাপা

by Nahid Himel

 

বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির কাউন্সিলের যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন, তা সম্পূর্ণ অবৈধ, অনৈতিক ও গঠনতন্ত্র পরিপন্থী। বুধবার (৩১ আগস্ট) রাতে দলের চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন ও কাউন্সিল ঘোষণার কোনো এখতিয়ার নেই প্রধান পৃষ্ঠপোষকের। কাউন্সিলে গঠিত একটি বৈধ কমিটি ভেঙে দেয়ার কোনো ক্ষমতা জাতীয় পার্টি চেয়ারম্যান ছাড়া আর কারও নেই। গঠনতন্ত্র অনুযায়ী শুধু জাতীয় পার্টি চেয়ারম্যান আহ্বায়ক কমিটি গঠন এবং জাতীয় কাউন্সিল আহ্বান করতে পারেন।
 এতে আরও বলা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ধারা ১২, উপধারা ১/২ অনুযায়ী কাউন্সিলের তারিখ, স্থান ও সময় প্রেসিডিয়াম নির্ধারণ করবে। তাছাড়া, জাতীয় পার্টি চেয়ারম্যান, যিনি প্রেসিডিয়ামেরও সভাপতি, কাউন্সিল অনুষ্ঠানে তার অনুমোদন প্রয়োজন হবে। এর বাইরে কারও কাউন্সিল আহ্বানের এখতিয়ার নেই।

জালালী জানান, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি এবং অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি আহ্বায়ক কমিটি গঠন ও জাতীয় পার্টির কাউন্সিল ঘোষণার বিষয়ে অবগত নন।

এর আগে বুধবার (৩১ আগস্ট) বিকেলে রওশন এরশাদ আগামী ২৬ নভেম্বর দলের কাউন্সিল ঘোষণা করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment