অধিকৃত পশ্চিম তীরে কোনো বিদেশি নাগরিক যদি ফিলিস্তিনি কারো প্রেমে পড়ে, সে ক্ষেত্রে বিষয়টি অবশ্যই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানাতে হবে। বিবিসি জানিয়েছে, নতুন এই নিয়ম করা হয়েছে।
Home বিশ্বমঞ্চ ইসরায়েলি আইনঃফিলিস্তিনির প্রেমে পড়ার তথ্যও সরকারকে জানাতে হবে

ইসরায়েলি আইনঃফিলিস্তিনির প্রেমে পড়ার তথ্যও সরকারকে জানাতে হবে

নিউজ ডেস্ক

by Nahid Himel
অধিকৃত পশ্চিম তীরে কোনো বিদেশি নাগরিক যদি ফিলিস্তিনি কারো প্রেমে পড়ে, সে ক্ষেত্রে বিষয়টি অবশ্যই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানাতে হবে। বিবিসি জানিয়েছে, নতুন এই নিয়ম করা হয়েছে।

তারা যদি বিয়ে করে, তাহলে ২৭ মাস পর পশ্চিম তীর ছেড়ে যেতে পারবে। পশ্চিম তীরে বসবাস কিংবা পরিদর্শনে ইচ্ছুক বিদেশিদের ওপর নিয়ম কঠোর করার একটি অংশ এটি।

ইসরায়েল কর্তৃপক্ষ নিয়ম বেঁধে দিয়ে বলেছে, পশ্চিম তীরে কোনো ফিলিস্তিনির সঙ্গে বিদেশি কেউ সম্পর্ক গড়লে, সম্পর্ক শুরু হওয়ার ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষকে তা জানাতে হবে।

ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন বিধি-নিষেধের অধীনে ১৫০ জন শিক্ষার্থী ভিসা এবং ১০০ জন বিদেশি প্রভাষকের কোটা রাখা হয়েছে। যদিও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের কোনো সীমা বেঁধে দেওয়া নেই।

ব্যবসায়ী থেকে শুরু করে ত্রাণ সংস্থাগুলো বলছে, ইসরায়েলের বেঁধে দেওয়া নতুন নিয়মে তারাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment