- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক আমৃত্যুকালের এবং তা আরো নতুন উচ্চতায় উঠবে।
গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠক শেষে এ কথা বলেন নরেন্দ্র মোদি। -
গতকাল দুপুরে নয়াদিলির হায়দরাবাদ হাউসে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৫ সাল থেকে ১২ দফা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসব বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্কে উল্লেখযোগ্য মাত্রা যোগ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি আজ তাদের বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। এ সম্পর্ক কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে তারা আলোচনা করেছেন। এর আগে গতকাল সকাল সাড়ে ৯টায় মোদিসহ তাঁর মন্ত্রিসভার সদস্যরা রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে রাষ্ট্রীয় রীতিতে শেখ হাসিনাকে স্বাগত জানান। এ সময় তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে রাষ্ট্রপতি ভবনের সামনে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর সম্মানে গানস্যালুট দেয়া হয়। প্রধানমন্ত্রী গার্ড অব অনারও পরিদর্শন করেন।
উভয় দেশের মধ্যে ৭ সমঝোতা স্মারক সই
ঢাকা ও নয়াদিল্লির মধ্যে ৭টি সমঝোতা স্মারক সই হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এই সমঝোতা স্মারকগুলো সই করা হয়। বাংলাদেশ ও ভারত যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সেগুলো হলো- কুশিয়ারা নদী থেকে ১৫৩ কিউসেক পানি উত্তোলনের জন্য সমঝোতা স্মারক, বাংলাদেশ ও ভারতের বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিলের মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, ভারতের ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও বাংলাদেশের সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণের জন্য সমঝোতা স্মারক, বাংলাদেশ ও ভারতের রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতীর মধ্যে সমঝোতা স্মারক, স্পেস টেকনোলজি বা মহাকাশ প্রযুক্তি খাতে সমঝোতা স্মারক।
- মৈত্রী বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের নির্মাণকাজ শেষের ঘোষণা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি মৈত্রী বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটের নির্মাণকাজ শেষ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এক বৈঠক শেষে তাঁরা এই ঘোষণা দেন। ভারতের আর্থিক সহায়তায় গৃহীত এই প্রকল্প বাংলাদেশের জাতীয় গ্রিডে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করবে। এই প্রকল্পের দুটি ইউনিট আছে। দুটি ইউনিটের নির্মাণকাজ শেষ হলে এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। দ্বিতীয় ইউনিটের কাজও এগিয়ে চলছে। দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ আগামী বছরের শুরুর দিকে শেষ হওয়ার কথা রয়েছে।
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছেন ভারেতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার সকাল ৯টায় (বাংলাদেশ সময় সাড়ে নয়টায়) মোদিসহ তার মন্ত্রী সভার সদস্যরা রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে রাষ্ট্রীয় রীতিতে শেখ হাসিনাকে স্বাগত জানান। এসময় তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এর আগে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে রাষ্ট্রপতি ভবনের সামনে নিয়ে যাওয়া হয়।এরপর তাঁর সম্মানে গান স্যালুট দেওয়া হয়। প্রথমে বেজেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এরপর ভারতের। প্রধানমন্ত্রী গার্ড অব অনারও পরিদর্শন করেন। পরবর্তী কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী রাজঘাটে যাচ্ছেন। সেখানে তিনি গান্ধীর সমাধি সৌধে মহাত্না গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন।
মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারতকে ধন্যবাদ : প্রধানমন্ত্রী
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ভারতে এক অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি দেশটির জনগণকে শুভেচ্ছা জানান। এসময় তিনি বলেন, ছয় বছর আমি এখানে ছিলাম। বন্ধুত্বের মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান সম্ভব। এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ভারেতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদিসহ তাঁর মন্ত্রী সভার সদস্যরা রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে রাষ্ট্রীয় রীতিতে শেখ হাসিনাকে স্বাগত জানান। এর আগে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে রাষ্ট্রপতি ভবনের সামনে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর সম্মানে গান স্যালুট দেওয়া হয়। প্রথমে বেজেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এরপর ভারতের। প্রধানমন্ত্রী গার্ড অব অনারও পরিদর্শন করেন। পরবর্তী কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী রাজঘাটে যাচ্ছেন। সেখানে তিনি গান্ধীর সমাধি সৌধে মহাত্না গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন।
গান্ধীর সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ভারতের রাজঘাটে গান্ধীর সমাধিসৌধে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার পর তিনি সমাধিসৌধে পৌঁছে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর আগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মোদিসহ তাঁর মন্ত্রিসভার সদস্যরা রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে রাষ্ট্রীয় রীতিতে শেখ হাসিনাকে স্বাগত জানান। এ সময় তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।