Home মাঠে ময়দানে সৈয়দপুরের দুই ফুটবলার খেলবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর বয়সভিত্তিক দলে

সৈয়দপুরের দুই ফুটবলার খেলবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর বয়সভিত্তিক দলে

নিউজ ডেস্ক

by Nahid Himel

পেশাদার ফুটবল লিগে অংশগ্রহণকারী ফুটবল ক্লাবগুলো তাদের মূল দলের পাশাপাশি বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে।

অনূর্ধ্ব-১৪,অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক দলে ফুটবলারদের মৌসুমি চুক্তিসহ একাডেমিক সকল সুবিধা দেয়া হয়। ক্লাবগুলো মূলত ভবিষ্যৎ খেলোয়াড় তৈরির জন্য বয়সভিত্তিক দল গড়ে তোলে।

প্রিমিয়ার লিগের নবাগত ক্লাব ফর্টিস এফসির অনূর্ধ্ব-১৮ দলে সুযোগ পেয়েছেন হামজা ইউসুফ আদর।ফর্টিস এফসির বাছাই পর্বে ১৫০০ জনের মাত্র ৩০ জন দলে জায়গা হয়েছে। সেখানে মাত্র ৪ জন গোলকিপার নেয়া হয় তার মধ্যে আদর একজন। ২০১৭ সালে ইন্টারস্কুল, ক্লিয়ারম্যান ফুটবল দলে ও ঢাকা আবাহনীর জুনিয়র দলে খেলেছে। আদর শহরের কাজীপাড়া এলাকা বাসিন্দা। তার পিতা মোঃ মোশাররফ হোসেন ও মাতা লায়লা বেগম।

অন্যদিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলে জায়গা করে নিয়েছেন ফুটবলার মো. খোরশেদ আলম সিজান। জেলা, বিভাগীয় লিগসহ দেশের বিভিন্ন স্থানে লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে রক্ষণভাগের এই ফুটবলারের। এছাড়া ২০১৮-১৯ ও ২০১৯-২০ মৌসুমে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের হয়ে অনূর্ধ্ব-১৮ দলে হয়ে খেলেছে। তার বাসা শহরের কুন্দল এলাকায়। আদর ও সিজান দুইজনে স্থানীয় ফুটবল কোচিং সেন্টারের খেলোয়াড়।

আপলান পত্রিকাকে আদর জানিয়েছে, ফর্টিস এফসির দলে জায়গা করে খুব ভালো লাগছে। স্বপ্ন আছে একদিন লাল-সবুজের গায়ে দেশ হয়ে খেলা এবং সিজান জানিয়েছে, আমি বর্তমানে ইঞ্জুরিতে আছি কিন্তু খুব শীগ্রই তা কাটিয়ে উঠবো৷ আশাকরি বিপিএলের জন্য আবাহনীর মূল দলে থাকতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment