পেশাদার ফুটবল লিগে অংশগ্রহণকারী ফুটবল ক্লাবগুলো তাদের মূল দলের পাশাপাশি বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে।
অনূর্ধ্ব-১৪,অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক দলে ফুটবলারদের মৌসুমি চুক্তিসহ একাডেমিক সকল সুবিধা দেয়া হয়। ক্লাবগুলো মূলত ভবিষ্যৎ খেলোয়াড় তৈরির জন্য বয়সভিত্তিক দল গড়ে তোলে।
প্রিমিয়ার লিগের নবাগত ক্লাব ফর্টিস এফসির অনূর্ধ্ব-১৮ দলে সুযোগ পেয়েছেন হামজা ইউসুফ আদর।ফর্টিস এফসির বাছাই পর্বে ১৫০০ জনের মাত্র ৩০ জন দলে জায়গা হয়েছে। সেখানে মাত্র ৪ জন গোলকিপার নেয়া হয় তার মধ্যে আদর একজন। ২০১৭ সালে ইন্টারস্কুল, ক্লিয়ারম্যান ফুটবল দলে ও ঢাকা আবাহনীর জুনিয়র দলে খেলেছে। আদর শহরের কাজীপাড়া এলাকা বাসিন্দা। তার পিতা মোঃ মোশাররফ হোসেন ও মাতা লায়লা বেগম।
অন্যদিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলে জায়গা করে নিয়েছেন ফুটবলার মো. খোরশেদ আলম সিজান। জেলা, বিভাগীয় লিগসহ দেশের বিভিন্ন স্থানে লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে রক্ষণভাগের এই ফুটবলারের। এছাড়া ২০১৮-১৯ ও ২০১৯-২০ মৌসুমে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের হয়ে অনূর্ধ্ব-১৮ দলে হয়ে খেলেছে। তার বাসা শহরের কুন্দল এলাকায়। আদর ও সিজান দুইজনে স্থানীয় ফুটবল কোচিং সেন্টারের খেলোয়াড়।
আপলান পত্রিকাকে আদর জানিয়েছে, ফর্টিস এফসির দলে জায়গা করে খুব ভালো লাগছে। স্বপ্ন আছে একদিন লাল-সবুজের গায়ে দেশ হয়ে খেলা এবং সিজান জানিয়েছে, আমি বর্তমানে ইঞ্জুরিতে আছি কিন্তু খুব শীগ্রই তা কাটিয়ে উঠবো৷ আশাকরি বিপিএলের জন্য আবাহনীর মূল দলে থাকতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।