Home জাতীয় শিক্ষক একবার বদলি হলে-তিন বছর আর নয়

শিক্ষক একবার বদলি হলে-তিন বছর আর নয়

নিউজ ডেস্ক

by Nahid Himel

শিক্ষক একবার বদলি হলে-তিন বছর আর নয়-এই বিধান রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য নতুন নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল রবিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই নির্দেশিশিক্ষক একবার বদলি হওয়ার পর তিন বছরের মধ্যে আর বদলির সুযোগ পাবেন নাকায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো । আর যেসব বিদ্যালয়ে চারজন বা তার চেয়ে কম শিক্ষক রয়েছেন কিংবা শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১: ৪০-এর বেশি, সেসব বিদ্যালয় থেকে সাধারণভাবে কোনো শিক্ষক বদলি করা যাবে না।

পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

এ জন্য এই নির্দেশিকার নাম দেওয়া হয়েছে ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা-২০২২’। নির্দেশিকায় বদলির যোগ্যতা ও শর্তগুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

সারা দেশে প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু হবে ১৫ সেপ্টেম্বর। বদলির কাজ হবে পুরোপুরি অনলাইনে। নির্ধারিত একটি সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত আইডি (পরিচয় নম্বর) ব্যবহার করে শিক্ষকদের বদলির জন্য আবেদন করতে হবে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই ওই শিক্ষক বদলির যোগ্য কি না বা কোন বিদ্যালয়ে বদলি হবেন, তা নির্ধারিত হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment