বাংলাদেশ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের আগে বড় ধাক্কা খেয়েছে । পেসার জাহানারা আলম হাতে চোট পাওয়ায় তার ডান হাতে দুটি সেলাই দিতে হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়েছেন ব্যাটার ফারজানা হক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাহানারা আলমের পরিবর্তে ফারিহা ইসলাম তৃষ্ণা এবং ফারজানা হক পিংকির পরিবর্তে সোহালি আক্তার স্কোয়াডে ডাক পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার অনুশীলনে বল করার সময় আঙুলে চোট পান জাহানারা। তার দুইটি সেলাই লেগেছে। আজই দেশে ফিরে আসছেন তিনি। এছাড়া করোনা পজিটিভ হওয়া ফারজানাকে আজ আবারও পরীক্ষা করানো হবে। ফল যাই-ই হোক না কেন, টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না তিনি। তারও আজই দেশে ফেরার কথা।
আগামী ১৮ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের সঙ্গী আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।