দক্ষিণ এশিয়ার সাফ চ্যাম্পিয়নশিপে সেরা হওয়ায় বাংলার মেয়েদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার তাদের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পৃথক বিবৃতিতে তারা বাংলার মেয়েদের ভবিষ্যতে আরো এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের দশরথের রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলের ব্যবধানে হারায় বাংলাদেশ নারী ফুটবল দল।
পুরো টুর্নামেন্টজুড়ে অপরাজিত থাকার পাশাপাশি আসরে ৫ ম্যাচ থেকে মোট ২৩ গোল আদায় করে নিয়েছিল বাঘিনীরা। বিপরীতে হজম করেছে কেবল ১ গোল। সেটিও জমজমাট ফাইনালে।
ইতিহাস গড়ার পথে এ দিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশের নারীরা।
তবে ম্যাচের ৭০তম মিনিটে ১ গোল হজম করে বসে বাংলাদেশ। নেপালের আনিতা বাসনেতের গোলে ২-১ ব্যবধান কমায় স্বাগতিকরা।
এর ছয় মিনিট পর কাউন্টার অ্যাটাকে গোল করে বসেন কৃষ্ণা। এই বাঘিনীর ম্যাচে নিজের জোড়া গোলে বাংলাদেশ সাফের শিরোপা জিতে ৩-১ ব্যবধানে।