ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনের নেতৃত্বে ই-কমার্স প্রতিষ্ঠানটির নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব নিচ্ছেন মোট পাঁচজন। বাকি চারজন হলেন শামীমা নাসরিনের মা ফরিদা আক্তার, বোনের স্বামী মামুনুর রশীদ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব কাজী কামরুন নাহার ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন।
বাণিজ্য মন্ত্রণালয় ও ইক্যাব সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইভ্যালির জন্য ১১ মাস আগে উচ্চ আদালতের গঠন করে দেওয়া পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ গত সোমবার পদত্যাগ করেছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিক ছিলেন ওই পর্ষদের প্রধান। পর্ষদে অন্যদের মধ্যে ছিলেন সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, সনদপ্রাপ্ত হিসাববিদ ফখরুদ্দিন আহম্মেদ ও আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।