ইতালির নয়া প্রধানমন্ত্রী হতে পারেন ডানপন্থী গিয়র্গিয়া মেলোনি। ডানপন্থীদের ভীষণ প্রিয় এই নেতা। ২৫ সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে গিয়র্গিয়া মেলোনি যেখানেই যাচ্ছেন সেখানেই জমছে উপচেপড়া ভিড়। ক্যালিয়ারির সভা শুরুর অনেক আগে সভাস্থলে হাজির হয়ে যান অনেকেই। গিয়র্গিয়া দল ‘ব্রাদার্স অব ইতালি’ এর সদস্য এই তরুণী দেশের বাকি দলগুলোর ওপর বিরক্ত। -ওয়েবসাইট
previous post