নীলফামারী থেকে সপু বসুনিয়া ৷৷ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন,‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ লাখ অসহায় গৃহহীন মানুষের আশ্রয় হিসাবে ঘর তৈরি করে দিয়েছেন। উর্দুভাষীদেরও ঘর দেয়া হবে।
নানক বলেন, বঙ্গবন্ধুর প্রিয়পাত্র ছিলেন মরহুম আলহাজ্ব নাসিম খান। তারা বাংলাদেশ আওয়ামী লীগকে অকুন্ঠ সর্মথন করে নৌকায় ভোট দিয়েছেন। এটা প্রধানমন্ত্রীর নির্দেশিত বার্তা। প্রধানমন্ত্রী বলেছেন উর্দুভাষীরা তোমাকে অভিবাবক হিসাবে মানে। তাদের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখো। বর্তমান সরকার তাদের সঙ্গেই রয়েছে।
পথসভায় নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. মমতাজুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, রংপুর সদর উপজেলার চেয়ারম্যান নাসিমা জাহান ববি, রংপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেমসহ বাংলাদেশ আওয়ামী লীগের সৈয়দপুর উপজেলা শাখার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।