Home মাঠে ময়দানে বিসিবি সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার দেবে

বিসিবি সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার দেবে

নিউজ ডেস্ক

by Nahid Himel

: প্রথমবারের মত দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করায় জাতীয় নারী ফুটবল দলের জন্য নগদ পুরষ্কার ঘোষণা করেছে  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খবর বাসস’র।
নারী ফুটবলারদের সাফল্যের প্রশংসা করে নগদ ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষনা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, এমপি।
তিনি বলেন, ‘নারী ফুটবল দলের দুর্দান্ত পারফরমেন্স এবং ঐতিহাসিক অর্জন পুরো জাতিকে গর্বিত করেছে।’
নাজমুল আরও বলেন, ‘তাদের প্রচেষ্টার জন্য আমাদের প্রশংসা ও সমর্থনের নিদর্শনা হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’
আরও যোগ করে তিনি বলেন, ‘আমার কোনও সন্দেহ নেই, সাফের এই জয় দেশের সব ক্রীড়াবিদ ও ক্রীড়া দলগুলোকে দারুণভাবে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনে উজ্জীবিত করবে।’

এই বিভাগের আরো খবর

Leave a Comment