নিম্ন আদালতের যুগ্ম জেলা জজ১১২ জনকে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি সরকার এবং ১৯ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও ১ জন যুগ্ম জেলা ও দায়রা জজকে বদলি করা হয়েছে।
গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি ও বদলির করা হয়েছে
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতি পাওয়া ও বদলি হওয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজদের আগামী ২৮ সেপ্টেম্বর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়িত্ব অর্পণের পর তাদের নতুন কর্মস্থলে যোগদানের অনুরোধ করা হয়।