রুশ-নিয়ন্ত্রিত ইউক্রেনের চার অঞ্চল গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছে। এখন অঞ্চল চারটিকে রাশিয়া ফেডারেশনের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া শুরু করা হবে। এ প্রক্রিয়ায় বেশ কয়েকটি ধাপ রয়েছে। ধাপগুলো সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। রুশ গণমাধ্যম আরটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২৩ থেকে ২৭ সেপ্টেম্বর দখলকৃত ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চলে গণভোট গ্রহণ করা হয়। এ অঞ্চলগুলো পুরোপুরি বা আংশিক মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে, যার আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ।
অঞ্চলগুলোর কর্তৃপক্ষের ভাষ্যমতে, লুহানস্কের ৯৮ শতাংশের বেশি ভোটার রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছে। দোনেৎস্কের ক্ষেত্রে তা ৯৯ শতাংশের বেশি। খেরসনে ৮৭ শতাংশ। জাপোরিঝঝিয়ায় ৯৩ শতাংশ।