Home সম্পাদকীয় বৈশ্বিক বহুমাত্রিক মহাসংকট এবং বিএনপি’র দায়িত্বজ্ঞানহীন লাঠির রাজনীতি

বৈশ্বিক বহুমাত্রিক মহাসংকট এবং বিএনপি’র দায়িত্বজ্ঞানহীন লাঠির রাজনীতি

by Nahid Himel
লমান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় তাবৎ দেশকেই অর্থনীতির বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে এবং আগামীতেও করতে হবে। বিশ্বভাবুকগণ মনে করছেন;এই মহাসংকটের চারটি কারণ অন্যতম।১।করোনা মহামারির বিরুপ প্রভাব ২।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ৩।আন্তর্জাতিক বাজারে পণ্য প্রবাহ হ্রাস ও মূল্যবৃদ্ধি এবং ৪।মার্কিন কেন্দ্রীয় ব্যংকের দুইদফা সূদের হার বৃদ্ধি এবং আরেকদফা বৃদ্ধির পরিকল্পনা।
বৈশ্বিক বহুমাত্রিক সংকটের হাল যদি বাংলাদেশ ঠিকমত সামলাতে না পারে তাহলে দেশে দুঃখ.দূর্দশা.খাদ্যংকট.অ্রর্থসংকট.দূর্ভিক্ষ.আর্থ-সামাজিক স্তরে ভাঙ্গন সবৈভ লাখে লাখে মৃত্যুর আলিঙ্গন আটকানো যাবে না।বিএনপি’ লাঠির রাজনীতি দিয়ে সেই আগুনে ঘি ঢেলে দিতে  চাচ্ছে।যেটা বর্তমান  সকার এপর্যন্ত সঠিকভাবেই সামাল দিয়েই চলেছে।কারণ দেশের মানুষ চায় সুষ্ঠু কাজের পরিবেশ। যার মধ্যদিয়ে মানুষ কল-কারখানায় শ্রম দিয়ে আয় রোজগার করে খেয়ে পরে শান্তিতে বাঁচতে।
তবে আসন্ন এই মহাসংকটের সময় বিরোধী দল বিএনপি দেশ ও জনগণের বাঁচা-মরার চিন্তা না করে যে দায়িত্ব-জ্ঞানহীন ভাবে লাঠি-সোডা নিয়ে আন্দোলন-সংগ্রামের নামে সন্ত্রাস-অরাজকতা-খুনাখুনী করতে মাঠে নেমেছে:তাতে তো মনে হচ্ছে-টিক্কা খানের  মতো তারা বাংলার মাটি চায় মানুষ চায় না।স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে এমন দায়িত্ব-জ্ঞানহীন রাজনৈতিক পরিকল্পনা সাধারণ জনতার কাম্য নয়।এই মহাসংকটে  আগে দেশ বাঁচান।পরে ক্ষমতার লড়াই করবেন।এমন তো নয় যে .বিএনপি ক্ষমতায় এলে আমাদের সোনার বাটিতে দুধ খাওয়াবে। আমরা তো বিএনপিকে একাধিকবার ক্ষমায় দেখেছি।সোনার বাটি নিয়ে নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে।সবকিছু হাওয়া ভবনে গিয়ে জমে।
কাজই বর্তমান সরকার ছাড়া,শান্তপূর্ণ পরিবেশ ছাড়া মহাসংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়।

এই বিভাগের আরো খবর

Leave a Comment