আগের বছরের মতো এবারও ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ পালন করবে দেশের শেয়ারবাজার। আগামীকাল ৩ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করা হবে।
গত বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আগামী ৩ অক্টোবর বিএসইসির মাল্টিপারপাস হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গবর্নর আব্দুর রউফ তালুকদার। আর বিশেষ অতিধি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ।
৬ অক্টোবর এএএমসিএমএফ এর আয়োজনে আগারগাঁওয়ের পর্যটন ভবনের শেলপ্রপাত কনফারেন্স হলে রোল অব টেকনোলজি অ্যান্ড ইএসজি অ্যানালাইটিকস ইন সাসটেইনেবল ফাইন্যান্সিং’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। একই দিন ভার্চুয়ালিতে সিএসইর আয়োজনে ‘সাসটেইনেবল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টর রিসাইল্যান্স’ অনুষ্ঠিত হবে।
১০ অক্টোবর ডিএসই এবং ডিবিএ’র আয়োজনে ‘ইউজ অব ফাইটেক ফর ইনভেস্টর রিসাইলেন্স’ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। ‘ভেনচার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর আয়োজনে ১১ অক্টোবর ‘বিল্ডিং এ ভাইব্রেন্ট স্ট্যাটআপ ইকোসিস্টেম’ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। একই দিন বিএএসএম ও বিআইসিএম এর আয়োজনে ভার্চুয়ালি ‘ফাইন্যান্সিয়াল এডুকেশন অ্যান্ড ইনভেস্টরস রিসাইলেন্স অর সাসটেইনেবল ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট অনুষ্ঠিত হবে।
একই দিন বিএমবিএ’র আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেসে স্ট্যাডিজ অনুষদে সেমিনার ফর দ্যা স্টুডেন্টস অব দ্যা ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজ, ইউনিভার্সিটি অব ঢাকা অন দ্যা অকেশন অব ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক-২০২২ অনুষ্ঠিত হবে। এসিআরএবি এর আয়োজনে ১২ অক্টোবর ভার্চুয়ালি ‘এনভায়র্নমেন্ট’ স্যোসাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) ইন ক্রেডিট রেটিং অনুষ্ঠিত হবে।
একই দিন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিস (বিএপিএলসি) এর আয়োজনে ভার্চুয়ালি ‘ইনভেস্টর রিসাইলেন্স: চ্যালেঞ্জস অ্যান্ড অপর্চ্যুনিটিস’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এববিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো: জসিম উদ্দিন এবং এমসিসিআইয়ের প্রেসিডেন্ট মো: সাইফুল ইসলাম। আগামী ১৩ অক্টোবর শেষ দিন সিডিবিএল অ্যান্ড সিসিবিএল এর আয়োজনে লা মেরিডিয়ান হোটেলের জাফলং রাঙামাটি হল রুমে ‘সাসটেইনেবল ফাইন্যান্স’ অনুষ্ঠিত হবে।