রাজশাহী পুঠিয়ায় বানেশ্বর শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সভাপতিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির সভাপতি এবং অধ্যক্ষের মাঝে বিরোধ হয়ে আসছে।
প্রতিষ্ঠানের সভাপতি মাহাবুর আলম বাবু বলেন, অধ্যক্ষ প্রতিষ্ঠানের কয়েক লাখ টাকা দুর্নীতি করেছে। তাকে আমি বরখাস্ত করেছি। এ কারণে তিনি বিভিন্ন সময়ে আমাকে হত্যার চেষ্টা করে আসছে। আজ সকালে আমি বানেশ্বর হাটের অধ্যক্ষর বাড়ির পাশ দিয়ে সরকার ওয়েল এন্ড ডাউল মিলে তেল নিতে যাচ্ছিলাম। এমন সময়ে অধক্ষ্য রুহুল আমিন এবং তার স্ত্রী ভাই মিলে আমার ওপর হামলা চালায়। রুহুল আমিনের ভাই আমাকে ধরালো অস্ত্র দিয়ে আঘাত করে। আমার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। আমার শরীরে ৮টি সেলাই দেওয়া হয়েছে। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।
এ বিষয়ে রুহুল আমিন বলেন, সকালে আমার বাড়ির সামনে এসে সভাপতি চিৎকার এবং আমাকে গালি দিচ্ছিলেন। আমি তার গালি শুনে বাড়ির নিচে নেমে আসি। এ সময় সভাপতি আমার কলার ধরে মারধোর শুরু করে। আমার স্ত্রী বিয়য়টি দেখতে পেয়ে আমাকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় দুইজনের ধস্তাধস্তি হয়।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, দুইপক্ষই থানায় এসেছে। তাদের অভিযোগ দেখে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।