উদ্বোধনের পর ১০০ দিনে পদ্মা সেতুতে ২১৫ কোটি ৫০ লাখ টাকারও বেশি টোল আদায় করা হয়েছে। ১৫ লাখ ৪০ হাজারের বেশি যানবাহন থেকে এসব টোল আদায় হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস জানান, চলতি বছরের ২৬ জুন থেকে ৩ অক্টোবর পর্যন্ত ১০০ দিনে টোল আদায় "/>
Home Lead 4 পদ্মা সেতুতে ১০০ দিনে ২১৫ কোটি টাকা টোল আদায়

পদ্মা সেতুতে ১০০ দিনে ২১৫ কোটি টাকা টোল আদায়

নিউজ ডেস্ক

by Nahid Himel

উদ্বোধনের পর ১০০ দিনে পদ্মা সেতুতে ২১৫ কোটি ৫০ লাখ টাকারও বেশি টোল আদায় করা হয়েছে। ১৫ লাখ ৪০ হাজারের বেশি যানবাহন থেকে এসব টোল আদায় হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস জানান, চলতি বছরের ২৬ জুন থেকে ৩ অক্টোবর পর্যন্ত ১০০ দিনে টোল আদায় হয়েছে ২১৫ কোটি ৫০ লাখ টাকারও বেশি। প্রতিদিনের গড় টোল আদায় সোয়া ২ কোটি টাকারও বেশি। সেতু দিয়ে প্রতিদিন গড়ে ১৫ হাজার ৪০০টি যানবাহন পারাপার হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন। উদ্বোধনের পরের দিন ২৬ জুন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে সেতুটিতে মোটরসাইকেল চলাচল বন্ধ আছে।

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment