Home বিশ্বমঞ্চ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্রের

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক

by Nahid Himel

বাংলাদেশে অবাধ, মুক্ত ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মানবাধিকার উন্নয়ন নিশ্চিত করতেও গুরুত্ব দিয়েছে দেশটি। ওই বৈঠকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি আর শেরম্যানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের বৈঠকে এসব বিষয়ে গুরুত্ব দিয়েছে ওয়াশিংটন।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সব তুলে ধরেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস।

গতকাল শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়েন্ডি শেরম্যান জাতিসংঘের শান্তিরক্ষায় তিন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এসময় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অপরদিকে, করোনা মহামারি মোকাবিলায় প্রায় ৮ কোটি ৮০ লাখ টিকা সরবরাহ করায় মার্কিন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ছাড়া রোহিঙ্গাদের প্রতি মার্কিন মানবিক সহায়তা এবং মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার আন্তরিক প্রশংসা করেন তিনি।

যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রশংসার বিষয়টি তুলে ধরা হয়।

বৈঠকে আসন্ন ২৭তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে ক্ষয়ক্ষতির বিষয়ে একটি কর্মমুখী আলোচনার প্রতি যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করা হয়।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে অবিলম্বে ফেরত পাঠানোর জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব বহিঃসমর্পণ চুক্তি সইয়ের ওপর গুরুত্ব আরোপ করার আহ্বান জানান।

আগামী ১১ অক্টোবর জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য পদে ভোট উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এই বিভাগের আরো খবর

Leave a Comment