জেলায় গতকাল“শেখ হাসিনার ভিশন-২০৪১ : “উন্নত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে করণীয়” শীর্ষক আলোচনাসভা আয়োজন করে ইনস্টিটিউশন অব ডিপ্লেমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।
বিকেলে শহরের শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।
আইডিইবি’র জেলা শাখার সভাপতি বিএম ইছানুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, আইডিইবি’র সভাপতি প্রকৌশলী একেএমএ হামিদ, আইডিইবি’র গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম খান সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এতে সারাদেশ থেকে আগত ২ হাজার ডিপ্লোমা প্রকৌশলী অংশ নেন।
এর আগে নব নির্বাচিত আইডিইবি’র গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করার আইডিইবি’র সভাপতি প্রকৌশলী একেএমএ হামিদ। সন্ধ্যা ৭ টার দিকে এই অনুষ্ঠান সমাপ্ত হয়।