ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সংসদ সদস্য মোরশেদ আলম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি বীমা শিল্পেরও ব্যাপক প্রসার ও উন্নয়ন সাধিত হয়েছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত দেশের সুপ্রতিষ্ঠিত ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স "/>
Home ব্যবসাপাতি শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : মোরশেদ আলম

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : মোরশেদ আলম

অর্থনৈতিক রিপোর্টার

by Nahid Himel

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সংসদ সদস্য মোরশেদ আলম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি বীমা শিল্পেরও ব্যাপক প্রসার ও উন্নয়ন সাধিত হয়েছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত দেশের সুপ্রতিষ্ঠিত ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি। এই কোম্পানি দেশের শীর্ষ বীমা কোম্পানি হিসেবে শিগগিরই গ্রাহকের মাঝে স্থান করে নেবে।

গতকাল সোমবার (৩ অক্টোবর) কক্সবাজারে দেশের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দুই দিনব্যাপী ব্যবসা উন্নয়ন সভা ও ৫১ কোটি টাকার বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের মোটেল জোনে অভিজাত লংবীচ হোটেলের বলরুমে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মোরশেদ আলম আরও বলেন, প্রধানমন্ত্রী পহেলা মার্চকে বীমা দিবস ঘোষণা দিয়ে এই শিল্পের উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছেন। তাই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রতিটি কর্মীকে কঠোর পরিশ্রম ও সাধনার মাধ্যমে গ্রাহকের মন জয় করতে হবে।

তিনি বলেন, বিশ্বে করোনা মহামারির কঠিন সময়েও এই কোম্পানি কর্মী ছাঁটাই করেনি। উপরন্তু নিজস্ব কর্মপরিকল্পনায় এগিয়ে গেছে।

অনুষ্ঠানে চেয়ারম্যানের স্ত্রী ও কোম্পানির সাবেক পরিচালক বিলকিছ নাহার উপস্থিত ছিলেন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম। এ সময় কোম্পানির অন্যান্য কর্মকর্তারাও বক্তব্য রেখেছেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন স্তরের কর্মকর্তা ও উন্নয়ন কর্মীদের মাঝে ৫১ কোটি টাকা বীমা দাবির চেক হস্তান্তর এবং গোল্ড মেডেল ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে কোম্পানির অন্যান্য কর্মকর্তাসহ পাঁচ হাজার উন্নয়ন কর্মী অংশগ্রহণ করেছেন।

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment