by Nahid Himel

স্মার্ট বাংলাদেশ গড়তে ছেলে-মেয়ে সবাইকে নিয়েই কাজ করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গতকাল সোমবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘আন্তর্জাতিক কন্যাশিশু দিবসকে’ সামনে রেখে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।এবারের কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ‘সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’।প্রতিমন্ত্রী বলেন, মেয়ে শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিপূর্ণ মর্যাদা নিশ্চিত করতে হবে। এগুলো নিশ্চিতে আমি অবশ্যই কাজ করে যাব।

তিনি জানান, বিভিন্ন সংসদীয় আসনে স্থাপন হওয়া ‘স্কুল অব ফিউচার, শিগগিরই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এমন ৩০০টি স্কুলে সেভ দ্য চিলড্রেনের সহায়তায় একটি করে শিশুদের সংগঠন গড়বে আইসিটি বিভাগ।

এই বিভাগের আরো খবর

Leave a Comment