Home রাজনীতি ‘খালেদা জিয়া অংশ নিতে না পারলে জনগণ নির্বাচন হতে দেবে না’-গয়েশ্বর চন্দ্র রায়

‘খালেদা জিয়া অংশ নিতে না পারলে জনগণ নির্বাচন হতে দেবে না’-গয়েশ্বর চন্দ্র রায়

নিউজ ডেস্ক

by Nahid Himel

খালেদা জিয়া অংশ নিতে না পারলে জনগণ নির্বাচন হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

গত সোমবার বিকেলে রাজধানীতে এক সমাবেশে তিনি মন্তব্য করেন।গয়েশ্বর বলেন, দেশে একজন বেআইনি মন্ত্রী আছেন, তিনি হলেন আইনমন্ত্রী। যিনি নির্বাচনে পাস করেনি, তিনি কি বেআইনি মন্ত্রী না? আইনমন্ত্রী বলেছেন, আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবে না। আইনমন্ত্রী বেআইনি ভাষায় কথা বলা বন্ধ করেন। তিনি নিজে তো আইন সরকারে আসেননি, এসেছেন বেআইনিভাবে।

তিনি বলেন, এই সরকারের কোনো বৈধতা নেই। জনগণের দায়িত্ব এই সরকারকে বিদায় করে একটি সুষ্ঠু নির্বাচন করা। ভোটাধিকার প্রতিষ্ঠিত করা। দেশের মালিক জনগণ। তাদের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়া।

বিএনপির এই নেতা বলেন, কোনো কোনো সরকারি কর্মচারী-কর্মকর্তা অন্যায়ভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার চেষ্টা করছেন, এখন থেকে তাদের তালিকা করা হবে। সুতরাং জনগণের বিরুদ্ধে যাবেন না।

গয়েশ্বর বলেন, অতীতের সব ফ্যাসিবাদী সরকার জনগণের হাতে বিদায় নিয়েছে, এই সরকারকেও বিদায় নিতে হবে। সেই বিদায় কতটা করুণভাবে নেবে, নাকি স্বাভাবিকভাবে নেবে সেই সিদ্ধান্ত শেখ হাসিনাকে নিতে হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment