চাঁদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টায় ৩২ জেলেকে আটক করা হয়েছে।
আজ বুধবার (১২ অক্টোবর) সকালে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনার বিভিন্ন নৌ অঞ্চলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়েছে। এখন ইলিশের প্রজনন মৌসুম চলছে। এই সময়ে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে নদীতে অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।