মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) অনুমতি ব্যতীত ভারতীয় চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ সম্পূর্ণ বেআইনি বলে জানিয়েছে। বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার রজতজয়ন্তী উপলক্ষে এমন আয়োজন করায় এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের বরাবর চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি।
গত মঙ্গলবার (১১ অক্টোবর) বিএমডিস‘র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসাইন স্বাক্ষরিত চিঠি এটিএন বাংলার চেয়ারম্যান বরাবর পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জানতে পারিলাম যে, এটিএন বাংলার রজতজয়ন্তী উপলক্ষে ১৩, ১৪ ও ১৫ অক্টোবর নিঃসন্তান দম্পতিদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদানের জন্য ভারতীয় চিকিৎসক আগমন করিবেন এবং ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিবেন।
অথচ বিদেশি চিকিৎসক নীতিমালা অনুযায়ী সরকার এবং মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদন ছাড়া উপরোক্ত কর্মসূচি বেআইনি হবে। উপরোক্ত মেডিক্যাল ক্যাম্প পরিচালনার জন্য বিএমএডিসি’র অনুমতি এবং বিদেশি চিকিৎসকদের অস্থায়ী রেজিস্ট্রেশন নিতে হবে বলে জানায় সংস্থাটি।
রা বলেন, অন্যথায় ইহা সম্পূর্ণ বেআইনি তাকার্যক্রম বলে বিবেচিত হইবে। বিষয়টি আপনাকে অবহিত করা হইলো।