Home বিশ্বমঞ্চ ইউরোপে আরেকটি করোনা ঢেউয়ের আশঙ্কা ডব্লিউএইচওর

ইউরোপে আরেকটি করোনা ঢেউয়ের আশঙ্কা ডব্লিউএইচওর

নিউজ ডেস্ক

by Nahid Himel

নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ইউরোপে করোনাভাইরাসের আরেকটি ঢেউ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এদিকে ইউরোপীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রও (ইসিডিসি) একই আশঙ্কা প্রকাশ করেছে।

গতকল বুধবার (১২ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।ব্লিউএইচওর ইউরোপীয় প্রধান হান্স ক্লুগ ও ইসিডিসির পরিচালক আন্দ্রেয়া আম্মন এক যৌথ বিবৃতিতে বলেছেন, এক বছর আগে মহামারিতে আমরা যে অবস্থায় ছিলাম এখন আমরা সেখানে নেই। কিন্তু এটি স্পষ্ট যে, করোনাভাইরাস মহামারির অবসান হয়নি।

তারা আরও বলেন, দুর্ভাগ্যবশত ইউরোপে আমরা আবারও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি দেখছি। যা ইঙ্গিত দিচ্ছে আরেকটি ঢেউয়ের সংক্রমণ শুরু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য দেখিয়ে দিচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহে ইউরোপের রেকর্ড সংখ্যায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আগের সপ্তাহের তুলনায় আক্রান্তের হার বেড়েছে ৮ শতাংশ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, টিকার প্রতি অনীহা ও সংশয়ের কারণে বুস্টার ডোজের প্রভাব মহাদেশটিতে সীমিত হতে পারে

ডব্লিউএইচও ও ইসিডিসি উল্লেখ করেছে, ইউরোপজুড়ে কোভিড-১৯ টিকা না নেওয়া মানুষে সংখ্যা এখনও কয়েক লাখ। ইনফ্লুয়েঞ্জা মওসুম শুরুর আগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি আশঙ্কায় ইউরোপীয় দেশগুলোর কর্তৃপক্ষের কাছে তারা আহ্বান জানিয়েছে ফ্লু ও করোনাভাইরাসের টিকা প্রয়োগের জন্য।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

এই বিভাগের আরো খবর

Leave a Comment