সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে সরকার এক লাখ টন সার আমদানি করবে। এরমধ্যে থাকবে ৬০ হাজার টন ইউরিয়া এবং ৪০ হাজার টন ডিএপি সার। এতে ব্যয় ধরা হয়েছে ৭১৯ কোটি টাকা।
গতকাল বুধবার (১২ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আরও তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৮২৪ কোটি টাকা।অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা। সভা শেষে সিদ্ধান্তগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে এক লটে ৩০ হাজার টন ইউরিয়া সার, কাতারের মুনতাজাত থেকে আনা হবে ৩০ হাজার টন ইউরিয়া। অপরদিকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে সৌদি আরবের মা আদেন থেকে ৪০ হাজার টন ডিএপি সার কেনা হবে।
একই সভায় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় ৬১৪ মিটার পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ। একাজে সর্বনিম্ন দরদাতা হিসেবে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে নিয়োগ দেওয়া হয়।
এদিকে চট্টগ্রামের রাউজানে টার্নকি ভিত্তিতে ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রত্যাহার করে মন্ত্রণালয়।