Home ৬৪ জেলা ঠাকুরগাঁওয়ে তালবীজ ও তালগাছ রোপণ কর্মসূচি উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে তালবীজ ও তালগাছ রোপণ কর্মসূচি উদ্বোধন

নিউজ ডেস্ক

by Nahid Himel

ঠাকুরগাঁও থেকে সংবাদাদা ৷৷ জেলায় আজ প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে ও পরিবেশ রক্ষায় তাল বীজ ও তাল গাছ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা পরিষদের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সালন্দর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচি উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. শামসুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, স্থানীয়  সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে ইলাহী মুকুট চৌধুরি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা তাল গাছ ও তাল বীজ রোপণের উপকারিতা এবং পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তালগাছের অবদানসহ এর বিভিন্ন গুণাগুণ তুলে ধরেন।
পরে, স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে তাল বীজ ও তাল গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।
এর আগে, সালন্দর উচ্চ বিদ্যালয় চত্বরে একটি তাল গাছের চারা ও একটি তালের বীজ এবং সালন্দর কলেজে একটি তাল গাছের চারা ও একটি তালের বীজ রোপন করে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি উদ্বোধন করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment