Home রঙ্গমঞ্চ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মাহি

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মাহি

by Nahid Himel

অভিনেত্রী মাহিয়া মাহি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান। বেশ আগেও একবার ভিডিও বার্তায় এই ইচ্ছার কথা বলেছিলেন তিনি।  এবার ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘একদিন আমি গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করব। তাঁকে জড়িয়ে ধরে একটা ছবি তুলব ইনশাআল্লাহ।

তবে কি শুধু ছবি তোলার ইচ্ছা নিয়ে যাবেন প্রধানমন্ত্রীর কাছে? উত্তরে মাহি বলেন, ‘দেখা হলে তো অনেক বিষয়ে কথাও হবে। আমি চলচ্চিত্র অভিনেত্রী, তাই চলচ্চিত্র নিয়েই দু-একটা কথা বলতে চাই। আসলে যেকোনো নারীর কাছে প্রধানমন্ত্রী এখন আদর্শ। আমি তাঁর দিকে অপলক তাকিয়ে থাকতে চাই। তিনি কিভাবে নানা প্রতিকূলতা জয় করে আজ সোনার বাংলাদেশ গড়েছেন—সেটা তাঁর চোখেই আমি দেখতে চাই। ’

এই বিভাগের আরো খবর

Leave a Comment