Home জাতীয় রাজধানীর পাঁচ ট্রাফিক বক্সে হামলা, আহত কনস্টেবল

রাজধানীর পাঁচ ট্রাফিক বক্সে হামলা, আহত কনস্টেবল

নিউজ ডেস্ক

by Nahid Himel

রাজধানীর মিরপুরের পল্লবী ট্রাফিক জোনের পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলার ঘটনা ঘটেছে। দুটি ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা জব্দ করলে শুক্রবার সকালে অটোরিকশার চালকেরা এ হামলা চালান। এতে এক কনস্টেবল আহত হয়েছেন।

গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি এনটিভি অনলাইনকে জানান ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি) ইলিয়াস হোসেন। তিনি বলেন, ‘অভিযান চালিয়ে দুটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করার পর এ হামলা করা হয়।’

পুলিশ বলছে, শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এ হামলার ঘটনা ঘটে। মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় হামলায় আহত কনস্টেবলের নাম মিজানুর রহমান।

ইলিয়াস হোসেন বলেন, ‘দুটি রিকশা জব্দের পর ব্যাটারিচালিত রিকশার চালকেরা সংঘবদ্ধ হয়ে মিরপুর ১২, কালশী মোড়, সাগুফতা মোড়, মিরপুর ১০, মিরপুর ১০ নম্বর গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সে প্রায় একই সময়ে হামলা চালান। এ সময় তাঁরা ভ্যান ও রিকশায় করে ইটপাটকেল নিয়ে আসেন। তাঁরা ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ট্রাফিক পুলিশ জানিয়েছে, উচ্চ আদালতের নির্দেশনা হচ্ছে, ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা চলাচল করতে পারবে না। সেই নির্দেশনা মেনে নিয়মিত অভিযান চালানো হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Comment