Home ৬৪ জেলা অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার

অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার

by Nahid Himel

অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন তিন নারী পুলিশ সুপারসহ চার কর্মকর্তা।

গতকাল রোববার (১৬ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার বেগম তাপতুন নাসরীন, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বেগম জেসমিন বেগম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার বেগম হামিদা পারভীন এবং সিলেট মহানগরী পুলিশের উপপুলিশ কমিশনার ফয়সল মাহমুদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনজন নারী এসপিসহ চারজন এসপিকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্ব স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment