ইন্দোরের বাড়িতে টিভি অভিনেত্রী বৈশালী টক্করের আত্মহত্যার ঘটনা সবাইকে হতবাক করে দিয়েছে। মৃত্যু পর ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ খ্যাত অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্টগুলো সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
ইন্দোরের সহকারী পুলিশ কমিশনার এম রহমানের ভাষ্যমতে, বৈশালীর কক্ষে পাওয়া একটি সুইসাইড নোট দেখে মনে হচ্ছে, তিনি চাপে ছিলেন এবং প্রাক্তন প্রেমিক তাকে হয়রানি করছিলেন।
অভিনেত্রীকে শ্রদ্ধা ও শোক জানাতে লোকেরা তার ইনস্টাগ্রাম পেজ ভিজিট করছে।
গতকাল রোববার তার ইনস্টাগ্রাম পোস্টে একটি সিলিং ফ্যান দেখা গেছে। ক্যাপশনে তিনি লেখেন, ‘যাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নেই, তাদের কী করা উচিত?’ এরপর তিনি নিজেই উত্তর দেন, ‘ওহ পাংখা ঘুমায়ে’।ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জল্পনা এখন পোস্টটির গভীর অর্থ আছে কি-না!
অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশের পর একজন ব্যবহারকারী লেখেন, গত রোববার তিনি ফ্যানের ওপর একটি ভিডিও করেছেন এবং এই রোববার একই ফ্যানের খবর আমরা পেলাম। তিনি এত সৃজনশীল ছিলেন যে তিনি আমাদের সংকেত দিয়েছেন এবং আমরা তা বুঝতে পারিনি?
পাঁচ দিন আগে অন্য একটি পোস্টে প্রেমের জন্য মৃত্যু নিয়ে একটি জনপ্রিয় গান গাইতে দেখা গেছে তাকে।
অভিনেত্রী তার বাবা ও ভাইয়ের সঙ্গে থাকতেন। তারা এ ঘটনা শোকে স্তব্ধ।
বৈশালী ২০১৫ সালে ‘ইয়ে রিশতা কিয়া কেহলাতা হ্যায়’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তিনি এরপর ‘সসুরাল সিমার কা’সহ এক ডজনেরও বেশি সিরিয়ালে কাজ করেন।
সম্প্রতি তাকে ‘রক্ষাবন্ধনে’ দেখা গেছে, যেখানে তিনি রিয়েলিটি শো ‘বিগ বস’ খ্যাত নিশান্ত মালকানির বিপরীতে অভিনয় করেন।