Home রঙ্গমঞ্চ নোরার আশা ছাড়ছেন না ঢাকার আয়োজকরা

নোরার আশা ছাড়ছেন না ঢাকার আয়োজকরা

বিনোদন ডেস্ক

by Nahid Himel

গত মাসেই নোরা ফাতেহিকে বাংলাদেশে আনতে চেয়েছিল মিরর গ্রুপ। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় আসা হলো না মারাকেশ বংশোদ্ভূত বলিউডের কানাডিয়ান অভিনেত্রীর। এ মাসেই ফের নোরাকে আনার ঘোষণা দেয় বাংলাদেশের ‘উইমেন লিডারশিপ করপোরেশন’। ১৮ নভেম্বর ‘গ্লোবাল অ্যাচিবার অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে আসার কথা ছিল তাঁর।

নোরা ফাতেহিও এক ভিডিও বার্তায় ঢাকায় আসার কথা জানালেন। গতকাল ফের নোরার ঢাকা আসার পথ আটকে দিল সরকার। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, দেশে বৈদেশিক মুদ্রার মজুদ সুসংহত রাখতে নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দেওয়া যাচ্ছে না।

তবে উইমেন লিডারশিপ করপোরেশনের সভাপতি মারিয়া মৃত্তিক স্বর্ণা এখনো নোরার আশা ছাড়ছেন না। তিনি বলেন, ‘আমি যত দূর জানি আমার সিদ্ধান্তটা পেন্ডিং আছে। উপসচিবের নোটিশটা আমাকে পাঠানো হয়নি। অন্যদের মাধ্যমে পেয়েছি। পড়ে মনে হয়েছে, প্রজ্ঞাপনটি গত সপ্তাহের আগের ঘটনার পরিপ্রেক্ষিতে। সেটা এখন প্রকাশিত হয়েছে। আমি এখনো আশাবাদী নোরা আমাদের আয়োজনে আসবেন। ’

এই বিভাগের আরো খবর

Leave a Comment