ক্যামেরায় বেশ কয়েক বছর আগে বিশ্বের সেরা নিখুঁত চেহারার অধিকারী নির্বাচিত হয়েছিলেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। লন্ডনভিত্তিক প্লাস্টিক সার্জন ডা. জুলিয়ান ডি সিলভা একটি বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে অ্যাম্বার হার্ডকে এই স্বীকৃতি এনে দিয়েছিলেন। তবে ওই তালিকায় এখন শীর্ষে জায়গা করে নিয়েছেন হলিউড অভিনেত্রী জোডি কমার এবং দশজনের মধ্যে জায়গা পেয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
তালিকা অনুযায়ী বলিউড অভিনেত্রীদের মধ্যে একমাত্র দীপিকা পাড়ুকোনই সবচেয়ে নিখুঁত চেহারার অধিকারী। তিনি ১০ নারীর মধ্যে জায়গা করে নিয়েছেন। ফেস ম্যাপিং পদ্ধতি ও গ্রিক গোল্ডেন রেশিও অনুযায়ী তার চেহারা ৯১.২২ শতাংশ নিখুঁত।