ছোট ভাইকে পুড়িয়ে হত্যা মামলার আসামি বড় ভাই জনি ও তার স্ত্রী লিজাকে গ্রেপ্তার করা হয়েছে।ঢাকার কেরানীগঞ্জের আলীনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার (১৯ অক্টোবর) কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর এলাকা থেকে তাদের আটক করে র্যাব-১০।
এ সময় তাদের কাছ থেকে দুটি স্বর্ণের চেন, দুটি স্বর্ণের আংটি, মালয়েশিয়ান-১১২ রিংগিত, একটি পাসপোর্ট, সাতটি মোবাইল ফোন ও নগদ ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এর আগে, গত ৯ অক্টোবর মধ্যরাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই জিমি আলীকে পুড়িয়ে হত্যা চেষ্টা করেন বড় ভাই ও তার স্ত্রী। এ ঘটনায় জিমির স্ত্রী পপি বেগম বাদী হয়ে বড় ভাই জনি ও তার স্ত্রী লিজাকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে শুক্রবার দগ্ধ জিমি আলী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।