মাত্র ২৬ বছর বয়সী ইরানি বংশোদ্ভূত তরুণী রোমিনা পৌরমোখতারি সুইডেনের মন্ত্রী হয়েছেন। দেশটির জোট সরকার সম্প্রতি তাকে জলবায়ু ও পরিবেশমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। খবর গ্লোবাল টাইমসের। সুইডেনের নতুন প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন গত মঙ্গলবার (১৮ অক্টোবর) তার মন্ত্রিসভা ঘোষণা"/>
Home বিশ্বমঞ্চ ২৬ বছরেই সুইডেনের মন্ত্রী ইরানি তরুণী

২৬ বছরেই সুইডেনের মন্ত্রী ইরানি তরুণী

নিউজ ডেস্ক

by Nahid Himel

মাত্র ২৬ বছর বয়সী ইরানি বংশোদ্ভূত তরুণী রোমিনা পৌরমোখতারি সুইডেনের মন্ত্রী হয়েছেন। দেশটির জোট সরকার সম্প্রতি তাকে জলবায়ু ও পরিবেশমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। খবর গ্লোবাল টাইমসের।

সুইডেনের নতুন প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন গত মঙ্গলবার (১৮ অক্টোবর) তার মন্ত্রিসভা ঘোষণা করেন। মন্ত্রীদের ২৪ জনের মধ্যে ১১ জনই নারী। নাম ঘোষণার পর পরই মন্ত্রীর দায়িত্ব নেন রোমিনা।

দেশটির লিবারেল পিপলস পার্টির রাজনীতিক রোমিনা পৌরমোখতারি। তিনি দলটির যুব শাখার প্রধানের দায়িত্বে রয়েছেন।

সুইডেনের স্টকহোম শহরের ইরানি বংশোদ্ভূত একটি পরিবারে রোমিনার জন্ম। সুইডেনের রাজনৈতিক অঙ্গনে রোমিনাই কেবল একমাত্র ইরানি বংশোদ্ভূত নারী নন। এ বছর জুনে আলোচনায় এসেছিল আরেকজন ইরানি বংশোদ্ভূত কুর্দি নারী আমিনেহ কাকাবাভেহর নাম। আমিনেহ সুইডেনে স্বতন্ত্রভাবে লড়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment