Home জাতীয় নবাবগঞ্জে যৌথ অভিযানে ভূমিদস্যু পাকড়াও

নবাবগঞ্জে যৌথ অভিযানে ভূমিদস্যু পাকড়াও

নিউজ ডেস্ক

by Nahid Himel

ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের জয়নগর এলাকায় সরকারি জমির উপর অবৈধভাবে পাকা ভবন করার অপরাধে জাহাঙ্গীর আলম (৫০) নামে স্থানীয় এক ভূমি দস্যুকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম। জাহাঙ্গীর আলম স্থানীয় খোরশেদ আলমের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম গালিমপুর ইউনিয়নের জয়নগর এলাকায় আগলা ব্রিজ সংলগ্ন  রাস্তার রেকর্ডিয় শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে পাকাভবন নির্মাণ করছিলেন জাহাঙ্গীর আলম। এ সময় তাকে হাতেনাতে ধরে ভ্রাম্যমান আদালতে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একইসঙ্গে নির্মাণ কাজও বন্ধ করা হয়।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, জাহাঙ্গীর আলম এলাকায় একজন কুখ্যাত ভূমি দস্যু নামে পরিচিত। থানা পুলিশ ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের যৌথ অভিযানে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে ২৮ দিনের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, সরকারি জমি রক্ষা ও অবৈধ দখলদার উচ্ছেদে নবাবগঞ্জ উপজেলায় ভূমি দস্যুদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment