যমুনায় তীব্র স্রোতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাধীন বেতিল স্পার বাঁধ-১ এ ১২২ মিটার মাটির স্যাঙ্ক যমুনায় বিলীন হয়েছে।
তবে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিওব্যাগ ফেলে সংস্কারকাজ শুরু করা হয়েছে বলে শুক্রবার সকালে পাউবো সূত্র জানিয়েছে।
জানা যায়, তাঁত শিল্পসমৃদ্ধ বেলকুচি ও এনায়েতপুরকে যমুনার ভাঙন থেকে রক্ষায় ২০০০-২০০১ সালে বেতিল স্পার বাঁধ-১ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। সাড়ে ৯০০ মিটার দৈর্ঘ্য এ বাঁধের মাটির স্যাঙ্ক ৮০০ মিটার ও কংক্রিটের স্ট্রাকচার ১৫০ মিটার। যমুনা নদীতে পানি কমতে শুরু করায় প্রচণ্ড স্রোতে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বাঁধের মূল স্ট্রাকচারের পশ্চিম পাশের ডান সাইডের মাটির স্যাঙ্কে ১২২ মিটার বিলীন হয়ে যায়।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মিল্টন হোসেন যুগান্তরকে জানান, যমুনায় পানি কমতে শুরু করায় প্রবল স্রোতের কারণে বাঁধের ১২২ মিটার এলাকার মাটি সরে গেছে। বাঁধ সংস্কারকাজ চলছে, আতঙ্কিত হওযার কিছু নেই।